Iran-nuclear-deal-struck

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুলাই ২০১৫: ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির পারমাণবিক চুক্তি হয়েছে। অস্ট্রিয়ার রাজধানীতে সোমবার এক আলোচনায় এ চুক্তি সম্পন্ন হয়েছে। ফলে ইরান তার পারমাণবিক কর্মসূচি কাঁটছাট করবে এবং পশ্চিমারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।চুক্তির আওতায় পারমাণবিক পর্যবেক্ষকরা ইরানের কর্মসূচি পরিদর্শন করতে পারবেন। তবে ইরান তাদের কর্মসূচি পরিদর্শনের পশ্চিমা অনুরোধ চ্যালেঞ্জ করতে পারবে।ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গ্রিনিচ মান সময় সাড়ে ৮ টায় ‘চূড়ান্ত পূর্ণাঙ্গ’ বৈঠকের ঘোষণা দিয়েছে। এরপর একটি সংবাদ সম্মেলন করা হবে।তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে গত ১৩ বছরের অচলাবস্থা অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি গত কয়েক বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছিল। ছয় বিশ্ব শক্তি চায়, ইরান তাদের স্পর্শকাতর পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসুক যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ইরান অবশ্য সবসময় বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ।

133F4BE1-10ED-4BCA-85A5-C7555182D8DA_mw1024_s_n

এক কূটনীতিক জানান, চুক্তিতে ইরানে পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণের বিষয় অন্তর্ভূক্ত রয়েছে। চুক্তিতে জাতিসংঘের পর্যবেক্ষকদের সামরিক স্থাপনা পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে ইরান পর্যবেক্ষণের অনুমতি চ্যালেঞ্জ করতে পারবে।ইরান এটা মেনে নিয়েছে যে তারা চুক্তি ভঙ্গ করলে ৬৫ দিনের মধ্যে আবারো নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একটি সূত্র জানিয়েছে, ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা আরো পাঁচ বছর এবং জাতিসংঘের ক্ষেপণাস্ত্র নিষেধাজ্ঞা আরো আট বছর বহাল থাকবে।ইরানের অজ্ঞাত পরিচয় দুই সূত্রও জানিয়েছে, চুক্তি হয়েছে।