Jessore_University_of_Science__Technology_logo

দৈনিকবার্তা-যশোর, ২৯ মার্চ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের ক্যাম্পসে বিক্ষোভ সমাবেশে করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাস বর্জন করে ভিসির অনিয়ম-দুর্নীতি বন্ধসহ তার অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ হয়।বিক্ষোভ সমাবেশ শেষে প্রশাসিনিক ভবনের সামনে সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ অভিযোগ করেন, ভিসি ক্যাম্পসকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। এটা তার বাপ-দাদার সম্পতি বানিয়ে ফেলেছে। চিহ্ণিত জামায়াত-মিবিরের ক্যাডারদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছে।নেতৃবৃন্দ অবিলম্বে দুর্নীতিবাজ ভিসির অপসারণ দাবি করেন। এসময় বক্তৃতা করেন ছাত্রলীগ নেতা শেখ শাকিল আহমেদ, রাশেদুজ্জামান রাজু, আশিকুজ্জামান অয়ন, ওহিদুজ্জামান প্রমুখ। আগের দিন শনিবারও একই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষেভ মিছিল সমাবেশ করে।