icc-e1422525446647

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ জানুয়ারি: গত বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশে বসেছিল পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

দেশের ক্রীড়ামোদীদের মন থেকে এখনো সেই সৌরভ হারিয়ে যায়নি নিশ্চয়ই। এর মাঝেই বাংলাদেশ ক্রিকেটের জন্য আবারো সুখবর। বাংলাদেশ ২০১৬ সালে আবারো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এটা অবশ্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসির সভা শেষে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ ছাড়া আইসিসির ক্রীড়া আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডও। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। মার্চের ১১ থেকে এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত সেই আসরটির সময়সীমা ধরা হয়েছে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ভার পড়েছে ইংল্যান্ডের কাধে। এছাড়া ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি ও মেয়েদের বিশ্বকাপও হবে ইংল্যান্ডে। অন্যদিকে নিউজিল্যান্ড ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে। একই বছর ভারতের পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।