33002_1

দৈনিকবার্তা-ঢাকা, ,২৬ নভেম্বর: হংকংয়ে বুধবার নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পুলিশ গণতন্ত্রপন্থ’ী বিক্ষোভকারীদের প্রধান বিক্ষোভ শিবির গুড়িয়ে দিয়েছে ৷ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতারের একদিন পর কতর্ৃপক্ষ এ পদক্ষেপ নিল৷

নগরীর কর্মীরা মংককের বিশাল এলাকা জুড়ে বিক্ষোভকারীদের স্থাপন করা ব্যারিকেড সরিয়ে নেয়ার সময় পুলিশ তাদেরকে রক্ষায় লাঠি উঁচিয়ে এগিয়ে আসে৷বিক্ষোভকারীরা জানান, আন্দোলনের ছাত্র নেতা জসহুয়া ওং ও লেস্টার শুমকে পুলিশ গ্রেফতার করেছে৷ পুলিশ ওই বিক্ষোভস্থলে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর মরিচের গুড়া ব্যবহারের একদিন পর সেখানে উত্তেজনা চরম মাত্রায় ছড়িয়ে পড়ে৷

২১বছর বয়সী বিক্ষোভকারী কেলভিন নজি এএফপিকে বলেন, ‘আমরা স্থান হারালেও আমাদের মনোবল হারাতে চাই না৷ আমরা অন্য কোথাও চলে যেতে পারি৷চীনের দক্ষিণাঞ্চলীয় হংকংয়ের নেতৃত্বের জন্য সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা প্রায় দু’মাস ধরে এ নগরীর রাজপথে অবস্থান নেয়৷পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবারের সংঘর্ষের পর তারা বিক্ষোভস্থল থেকে ১৪ বছর বয়সের এক কিশোরসহ ১১৬ জনকে গ্রেফতার করেছে৷বিবৃতিতে আরো বলা হয়, সেখানে অভিযান চালানোর সময় বিৰোভকারীদের সঙ্গে সংঘর্ষে ২০ পুলিশ সদস্য আহত হয়৷

বিক্ষোভস্থলে দায়িত্ব পালন করতে আসা এক সাংবাদিককে পুলিশ গ্রেফতার করেছে৷ হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়েছে৷আমি হংকংকে ভালবাসি’ লেখা টি-শার্ট পরিহিত কর্মীরা বুধবার নাথান সড়কে দেয়া বিক্ষোভকারীদের ব্যারিকেড সরাতে গেলে সেখানে অবস্থানরত বিক্ষোভকারীরা তাদেরকে বাধা দেয়৷ পরে পুলিশ শিবির গুড়িয়ে দেয়৷