Indian Hijra

দৈনিকবার্তা-ঢাকা:  ভারতীয় একটি টেলিভিশন চ্যানেল দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ট্রান্স-লিঙ্গ (হিজড়া) নিয়োগ দিয়েছে।
নিয়োগের পাঁচ মাস পর দেশটির একটি আদালত ট্রান্স লিঙ্গকে আইনগত তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিতি দেয়ার জন্য রুল জারি করে।
প্যাডমিনি প্রকাশ (৩১) যিনি তামিল নাডু রাজ্যের লোটাস নিউজে কাজ করছেন। তিনি বলেন, জীবনে তিনি প্রচুর বৈষম্যের মুখোমুখি হয়েছেন। এমনকি পরিবারও তার থেকে মুখ ফিরিয়ে নেয়।
প্রকাশ বলেন, ‘‘আমি খুবই ভীত ছিলাম কারণ বচনভঙ্গির ওপর আমাকে নজর দিতে হয়েছিল, যাতে আমার পড়া খবর শ্রোতারা বুঝতে পারেন।”
নিউজ চ্যানেলে যোগ দেয়ার আগে তিনি নাচ এবং অভিনয়শিল্পী হিসেবে কাজ করতেন। -টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স