20

দৈনিকবার্তা-ঢাকা, ২০ সেপ্টেম্বর: আবার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে৷ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর পর এবার বিএনপি জোট থকে বের হয়ে যাচ্ছেন খন্দকার গোলাম মোর্তজার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি(এনডিপি)৷ বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল এনডিপির মহাসচিবের নেতৃত্বে একটি অংশ দলের চেয়ারম্যানকে বহিষ্কার করে নতুন কমিটি ঘোষণা করেছে৷ এ অংশটি বিএনপি- জোটকে পাঁচ দফা দাবি দিয়ে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছে৷ এ সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এ অংশটি বিএনপি- জোট ছেড়ে যাবে৷শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়৷

কিছুদিন আগে রাজমণি ইশা খাঁ হোটেলে সংবাদ সম্মেলন করে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শওকত হোসেন নীলু৷ জোটের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে,জোট থেকে সমপ্রতি বেরিয়ে যাওয়া শওকত হোসেন নীলুর নেতৃত্বাধীন নতুন যে জোট গঠনের প্রক্রিয়া চলছে, তাতে এনডিপি যোগ দিতে পারে৷নীলুর প্রক্রিয়াধীন জোটে ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশিদ প্রধানও যুক্ত হতে পারেন বলে সূত্রটি জানায়৷

২০ দলীয় জোটের মধ্যে যেসব দলে চেয়ারম্যান ও মহাসচিবদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, তাদের নীলুর জোটে ভেড়ানোর চেষ্টা চলছে বলে সূত্রটি দাবি করেছে৷বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বেশ কয়েকটি দলের মহাসচিব জোটের ভাঙনের গুঞ্জনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন৷

শনিবারের সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত মোতাবেক এনডিপির চেয়ারম্যান পদ থেকে খন্দকার গোলাম মর্তুজাকে বহিস্কার করা হয়েছে৷ মহাসচিব হিসেবে এত দিন দায়িত্ব পালন করে আসা আলমগীর মজুমদারকে ভারটওাপ্ত চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য আলীনূর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে৷বিএনপি নেতৃত্বাধীন জোটে অধিকতর গণতান্ত্রিক চর্চা’সহ পাঁচ দফা দাবি পূরণে খালেদা জিয়াকে ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) একাংশ৷ অন্যথায় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা৷

শনিবার এক সংবাদ সম্মেলনে এনডিপির একাংশের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার এই ঘোষণা দেন৷তিনি বলেন, ভারতের বিষয়ে জোটনেত্রীকে তার অবস্থান স্পষ্ট করতে হবে৷ জোটের সর্বসম্মত সিদ্ধান্ত ব্যতিরেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে৷ জনগণের আশা-আকাঙক্ষা পূরণে আন্দোলনের তেমন কোনো কর্মসূচি নেই৷ জোটে অধিকতর গণতন্ত্র চর্চা করার সুযোগ সৃষ্টি করতে হবে৷ ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে বিএনপির অবস্থান কী?

এসব বিষয়ে সুরাহা করতে জোট নেত্রীকে আমরা ৭২ ঘন্টা সময় দিচ্ছি৷ নইলে আমাদের জোট থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না৷ জোট থেকে বেরিয়ে গেলে নতুন জোট গঠন করবেন বলেও জানান আলমগীর মজুমদার৷এনডিপির চেয়ারম্যান পদ থেকে খোন্দকার গোলাম মূর্তজাকে অব্যাহতি দিয়ে তাকে দল থেকে বহিষ্কার করার কথাও বলেন নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার৷ খোন্দকার গোলাম মূর্তজার নেতৃত্বে এনডিপির মহাসচিব ছিলেন আলমগীর মুজমদার৷

এনডিপির এই অংশের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আলিনুর রহমান খান সাজুকে পরিচয় করিয়ে দেয়া হয় সংবাদ সম্মেলনে৷বেলা সাড়ে ১১টার দিকে কাকরাইলের ঈসা খাঁ হোটেলের কনফারেন্স কক্ষে এই সংবাদ সম্মেলনে অতিথি সারিতে জোট থেকে বেরিয়ে যাওয়া এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, মহাসচিব আবদুল হাই মণ্ডল, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হকও ছিলেন৷

সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ রশীদ প্রধান, যিনি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে৷অতিথি সারিতে ২০ দলীয় জোটের শরিক দল লেবার পার্টির চেয়ারম্যান সেকান্দর আলী মনিও ছিলেন৷

আলমগীর মজুমদারের পাশে বসেছিলেন এনডিপির সভাপতিমণ্ডলীর সদস্য মাহবুবুল আলম ফারুক, তপন খান, এ আর জাফরুল্লাহ চৌধুরী, মির্জা আমিন আহমেদ ইয়ান৷তার সঙ্গে দলের সম্পাদকমণ্ডলির সদস্যদের মধ্যে আনোয়ার হোসেন, জয়নাল আবেদিন, মাওলানা আবদুল কাইয়ুমও ছিলেন৷ এছাড়া দলের নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন খান বাদশা, মনিরুজ্জামান মুনির, লিয়াকত আলী ও শাহ আলমও ছিলেন৷

এর আগে গত ২৪ অগাস্ট ন্যাশনাল পিপপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে একটি অংশ জোট থেকে বেরিয়ে যায়৷ তার আগে ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর বিএনপির জোটসঙ্গী দল ন্যাপ ভাসানী জোট ছেড়ে যায়৷সংবাদ সম্মেলনে আলমগীর মজুমদার বলেন, বাংলাদেশের মানুষ ভারতবিরোধী৷ অথচ জোট নেত্রী ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পানি সমস্যাসহ অমীমাংসিত বিষয়গুলোর ব্যাপারে কি করবেন, তা নিয়ে তিনি কোনো কথা জনগণের কাছে বলছেন না৷

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকা এলে তার সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাত্‍ না করা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অথচ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাতের জন্য ঘন্টার পর ঘন্টা হোটেলে গিয়ে তিনি অপেক্ষা করেছেন৷

আন্দোলনের কর্মসূচি নেয়ার ক্ষেত্রে জোটের শরিক দলগুলোর নেতাদের কোনো মতামত নেয়া হয় না অভিযোগ করে তিনি বলেন, বিএনপি একক সিদ্ধান্তে কর্মসূচি ঠিক করে৷ভারতের বিষয়াদিসহ অন্যান্য বিষয়ে জোটনেত্রীর পক্ষ থেকে যদি সত্‍ উদ্যোগ কিংবা সমাধান না আসে, তাহলে ২০ দলীয় জোট ৫০ দলীয় জোটে রূপান্তর করে এই অনৈতিক সরকারকে হটানো যাবে না৷

খোন্দকার গোলাম মূর্তজার বিষয়ে তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর দলের প্রেসিডিয়াম সভা ও ১৯ সেপ্টেম্বর নির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাকে অব্যাহতি দেয়া হয়৷ দলের নীতি-আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ বিবর্জিত কার্যক্রমের কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে৷নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে ২০১২ সালের ১৮ এপ্রিল বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট থেকে ১৮ দলীয় জোট হয়৷

বিএনপি ও জামায়াতের সঙ্গে ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পর্াির্ট (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), লেবার পার্টি, ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, পিপলস লীগ ও ডেমোক্রেটিক লীগ নিয়ে ওই জোট হয়৷

পরে কাজী জাফর আহমেদের নেতৃত্বে জাতীয় পার্টির একাংশ ও সাম্যবাদী দলের একাংশ এই জোটে যোগ দেয়ায় এটি ২০ দলীয় জোটে রূপ নেয়৷এদিকে, ২০ দলীয় জোট শরিক এনডিপি থেকে দলটির মহাসচিব আলমগীর মজুমদারকে বহিষ্কার করা হয়েছে৷ শনিবার সকালে এনডিপির চেয়ারম্যান গোলাম মোর্ত্তোজা এ খবর নিশ্চিত করেন৷তিনি বলেন, দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের জন্য মহাসচিব পদ থেকে আলমগীর মজুমদারকে বহিষ্কার করা হয়েছে৷ তিনি এখন আর এনডিপির কেউ নন৷