ঢাকা বিশ্ববিদ্যালয়ে

দৈনিকবার্তা-ঢাকা, ১২সেপ্টেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ক ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ১২ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷এর মধ্যে বিজ্ঞান অনুষদ থেকে ৩ জন, কলা ভবন থেকে ১, ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে ৩, ইডেন কলেজ থেকে ১, নীলক্ষেত হাইস্কুল কেন্দ্র থেকে ১, নটরডেম কলেজ থেকে ১, মতিঝিল আইডিয়াল স্কুল থেকে ১ এবং অগ্রণী স্কুল থেকে ১ জনকে আটক করা হয়েছে৷বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এ তথ্য নিশ্চিত করেছেন৷

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের বিভিন্ন কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা হয়৷পরীক্ষা চলাকালে মোবাইলসহ বিভিন্ন ডিভাইসের মাধ্যমে এসএমএসে বাইরে থেকে উত্তর সংগ্রহের অভিযোগে ১২ জনকে আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানান৷ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি৷

এর আগে গত ৫ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন গ ইউনিটে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটজনকে আটক করে পুলিশে দেয়া হয়৷এ বছর বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের আওতায় বিভিন্ন বিভাগে এক হাজার ৬৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন৷ এ অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করেন মোট ৮০ হাজার ৪৪২ জন শিক্ষার্থী৷

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শহীদ আকতার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন এবং ক ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইউসুফ আলী মোলস্না, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাগণ পরীক্ষার হল পরিদর্শন করেন৷