Mukhesh Ambaniদৈনিক বার্তা: বিশ্বের সবচেয়ে দামি উপহার দেওয়ার ঘটনাগুলোর একটি মুকেশ আম্বানির হাতেই। স্ত্রীকে জন্মদিনে একটি প্রাইভেট জেট বিমান উপহার দিয়ে তিনি সারা বিশ্বেই সাড়া ফেলে দেন। মুকেশ আম্বানি ১৯৮৪ সালে বিয়ে করেন নীতা আম্বানিকে। তখনো রিলায়েন্স গ্রুপের এতটা প্রসার হয়নি। কিন্তু ১৯৮৪ থেকে ২০০৭ সালে পৌঁছতে রিলায়েন্স হয়ে উঠেছে বিশ্বের অন্যতম সফল ও লাভবান ব্যবসায়িক প্রতিষ্ঠান। মুকেশ আম্বানির সম্পদ ও খ্যাতি ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। দিন বদলে গেছে। তাই মুকেশ আম্বানি ২০০৭ সালটাকে বেছে নিলেন ‘লাকি সেভেন’ বলে। তার স্ত্রী নীতা আম্বানির ৪৪তম জন্মদিনে ৬২ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিমান উপহার দিয়েছিলেন।

নীতা আম্বানিকে যে বিমানটি উপহার দেওয়া হয় তাতে রয়েছে একটি অফিস, গেম কনসোল, মিউজিক সিস্টেম, স্যাটেলাইট টেলিভিশন এবং ওয়্যারলেস কম্যুনিকেশন সিস্টেমসহ বিনোদন কেবিন। এ ছাড়া আছে একটি মাস্টার বেডরুম, অত্যাধুনিক শাওয়ারসহ বাথরুম এবং মুড লাইটিং সমৃদ্ধ এন্টারটেইনমেন্ট বার।