17 Asian Gamesদৈনিক বার্তা: দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস থেকে বাদ পড়েছে বাংলাদেশের ৯টি ডিসিপ্লিন। সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে বাজে পারফরম্যান্স করায় অ্যাথলেটিক্স, সাইক্লিং, সাঁতার, বক্সিং, ভারোত্তোলন, কুস্তি, জিমন্যাস্টটিক্স, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ডিসিপ্লিন বাদ দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বুধবার বিওএর জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এশিয়ান গেমস সামনে রেখে ২১টি ডিসিপ্লিনের অনুশীলন শুরু করেছিল বিওএ। এর মধ্যে বাংলাদেশের ক্রীড়াবিদরা কমনওয়েলথ গেমসে মাত্র ১০টি ডিসিপ্লিনে অংশ নেন। আসন্ন এশিয়ান গেমসে ২১টি ডিসিপ্লিনে দেশের ক্রীড়াবিদদের প্রতিনিধিত্ব করার টার্গেট ছিল। কিন্তু কমনওয়েলথ গেমসে শুধু শ্যূটিং ছাড়া অন্য ডিসিপ্লিনগুলোতে দেশের ক্রীড়াবিদরা হতাশাজনক পারফরম্যান্স করায় এশিয়ান গেমসের তালিকা থেকে ৯টি ডিসিপ্লিনকে বাদ দিয়েছে বিওএ। বুধবার বৈঠক শেষে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এ তথ্য জানান।
বিওএর সিদ্ধান্ত অনুযায়ী এশিয়ান গেমসে আরচ্যারী, ফেন্সিং, গলফ, কারাতে, শ্যূটিং, তায়েকোয়ানদো, বীচ ভলিবল, উশু, ফুটবল, ক্রিকেট, হকি ও কাবাডি দলগুলো অংশ নেয়ার সুযোগ পাবে।