দৈনিক বার্তা –যমুনা ফিউচার পার্কে উদ্বোধন হলো বৃহত্ আউটলেট ফ্যাশন ব্রান্ড অ্যাম্বার৷ শুক্রবার সকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এই ফ্যাশন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ এসময় যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের ও অ্যাম্বার এর স্বত্বাধিকারী শওকত আজিজ রাসেল৷
দেশের মাটিতে বিদেশের পণ্য সরবরাহের প্রত্যয় নিয়ে নতুন শোরুম লাইফ স্টাইল ফ্যাশন ব্র্যান্ড অ্যাম্বার যাত্রা শুরু করলো৷ এতে ওয়েষ্টার্ন স্টাইলের দেশে তৈরি পোশাকের সমাহার ছাড়াও থাকছে ডেনিস প্রোডাক্ট, নন ডেনিস প্রোডাক্ট, লেদার পোর্টার ছাড়াও জেন্টস, লেডিস ও কিডসের পোশাক৷ শোরুমের উদ্বোধন করে পূর্ত মন্ত্রী বলেন, যারা বিদেশে কেনাকাটা করতে যান, তাদের জন্য বিরাট সুযোগ এনে দিল বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক৷
উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল বলেন, এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে দেশ বিদেশের স্বনামধন্য ব্রান্ড তাদের শোরুম খুলেছে৷ ফ্যাশান অ্যাম্বার এর যাত্রা এই মার্কেটকে সমৃদ্ধ করবে৷