FIFA logo
দৈনিক বার্তা – ফিফার বিশ্বকাপ নিয়ম ভঙ্গ করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করা হয়েছে। ফিফা ডিসিপ্লিনারি কমিটি প্রতিযোগিতার মিডিয়া ও মার্কেটিং নীতিমালা ভঙ্গের জন্য আর্জেন্টিনা এফএকে তিরস্কার ও সতর্ক করে দেয়ার পাশাপাশি ৩০০০০০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে। পর পর তিন খেলায় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের সময় নিয়ম ভঙ্গের পরই ফিফা তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। খেলাগুলো ছিল নাইজেরিয়া, সুইজারল্যান্ড ও বেলজিয়ামের বিরুদ্ধে। ফিফার নিয়ম অনুসারে খেলা-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান কোচের সঙ্গে অন্তত একজন খেলোয়াড়কে উপস্থিত থাকতে হয়। একই ঘটনা দেখা যায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার আগের সংবাদ সম্মেলনেও। ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি দেখতে পায় যে, ফিফার ধারা-৪ এর দুটি নিয়ম ভঙ্গ করেছে এবং ফিফা বিশ্বকাপ ব্রাজিলের ১২.২.২য় পার্ট ১ ভঙ্গ হয়েছে। নীতিমালার উদ্দেশ্য হলো ভক্ত-সমর্থকদের দলের প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ করে দেয়া এবং প্রত্যেক দলকে প্রস্তুতির জন্য সম্ভাব্য সেরা পরিবেশ দেয়া।